খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতার মোটর সাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ অক্টোবর) গভীর রাতে মাটিরাঙ্গার হর্টিকালচারের সামনে এ ঘটনা ঘটে। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনায় বিএনপিকে দায়ী করে উল্লেখ করা হয়, ২৯ অক্টোবর রাত ১২.১৫ মিনিটের দিকে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ মিয়া খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গাতে ফেরার সময়, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়ি সংলগ্ন মাটিরাঙ্গা নার্সারির সামনে “জিয়ার সৈনিক এক হও, খালেদা জিয়া জিন্দাবাদ” স্লোগান দিয়ে এলাকার চিহ্নিত বিএনপি সন্ত্রাসীরা মো. পারভেজ মিয়ার গাড়ি গতিরোধ করে এবং লাঠিপেটা করে মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
ঘটনার সত্যতা স্বীকার করে মাটিরাঙা থানার ওসি মো. জাকারিয়া বলেন, মোটর সাইকেলে আগুন দেয়ার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরো অনেককে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করা হয়েছে। তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলছে জানিয়ে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বলেন, নিজেরাই মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। তিনি এটিকে রাজনৈতিক অপকৌশল বলে মন্তব্য করে মামলার নামে বিএনপি নেতাকর্মীদের ধর-পাকড়ের নিন্দা জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত