দৈনিক খোলা কাগজের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও পার্বত্যনিউজের মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. এনামুলর হকের হাত-পা ভেঙে ফেলাসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। হুমকি দাতা মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের শিক্ষক মো: আবু বক্কর ছিদ্দিক। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা মাধমিক শিক্ষা অফিস কক্ষে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, আবু বক্কর ও সাংবাদিক এনামুল হক স্কুল জীবনের ভালো বন্ধু ছিল। সেই সূত্র ধরে তাদের মধ্যে আর্থিক লেনদেন হয়। পরে আর্থিক লেনদেনে সমস্যা দেখা দিলে তাদের মধ্যে এ ঘটনা ঘটে।
এবিষয়ে মো. এনামুল হক মাটিরাঙ্গা সেনা জোনে লিখিত আবেদনের সিদ্ধান্ত নিলে মো. আবু বক্কর ছিদ্দিক বিষয়টি জানতে পেরে বুধবার (২৯) সকাল সাড়ে দশটায় উপজেলা শিক্ষা অফিসে দেখা হলে সাংবাদিক আবু রাসেল সুমন ও অফিস সহকারী মামুনুর রশিদের সামনে এনামুল হকের হাত-পা ভেঙে হত্যার হুমকি দেন।
প্রত্যক্ষদর্শী আবু রাসেল সুমন বলেন, সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কাজ শেষে ফেরার সময় শিক্ষা অফিসে আগ থেকে বসে থাকা বক্কর মাস্টার আমাকে একটু বসার জন্য অনুরোধ জানালে আমি বসি। তখন তিনি বলেন, আপনি যার সাথে হাঁটতেছেন সে খারাপ লোক। আমার ব্যাপারে সে বিভিন্ন মানুষের কাছে অভিযোগ করে। আমি তার হাত-পা ভেঙে দেব।
এ বিষয়ে অভিযুক্ত মো: আবু বক্কর ছিদ্দিক বলেন, আমার আর তার (মো. এনামুল হক) মধ্যে এক সময় সম্পর্ক ছিলো। তবে ফেসবুক স্ট্যাটাসের জের ধরে এনামুল হকের হাত-পা ভেঙে দেওয়ার বিষয়টি অন্য এক ব্যক্তির সাথে শেয়ার করেছেন বলে স্বীকার করেন তিনি।