পুরস্কার বিতরন শেষে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো: মুরাদ হোসাইন পিএসসি বলেন,পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে মাটিরাঙ্গা সেনা জোন পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে
যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখে। খেলাধুলা কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ঘটে।
এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন সাইফুজ্জামান সাইফ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক, মাটিরাঙ্গা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: হারুনর রশিদ, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান ভূইঁয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারন সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তসলিম উদ্দিন রুবেল শেখ রাসেল স্মৃতি সংসদ এর টিম ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।