মাটিরাঙ্গা প্রতিনিধি |
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ১টি দেশীয় এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরাকে (৪৫) আটক করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যায় পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্রজেন যামিনী ছড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
অস্ত্র ছাড়াও অভিযানের সময় তার কাছ থেকে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত