
লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে মাতামুহুরী নদীর মিনঝিরি সাদাপাথর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। সোহান ঢাকা জেলার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের ছেলে।
সূত্র জানায়, মো. সোহান ও তার বন্ধু মো. শাকিল ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকাস্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা উভয়ে রিসোর্টের পাশ ঘেষে
বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় শাকিল গোসল সেরে কূলে উঠতে পারলেও নদীর পানির স্রোতের টানে ডুবে যায় সোহান। খবর পেয়ে লামা ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নিখোঁজ সোহানকে উদ্ধার তৎপরতা চালায়। তবে বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ সোহানের কোন সন্ধান পাননি তারা।
নিখোঁজ সোহানের বন্ধু শাকিল জানায়, নদীতে হাঁটু পানি ভেবে আমি ও সোহান গোসল করতে নামি। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও সোহান স্রোতের টানে ডুবে
যায়।
হোয়াইট পিক রিসোর্ট’র পরিচালক মো. আজিম বলেন, অগ্রিম বুকিং ছাড়াই সোহান ও শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে উঠার পর ঝর্ণায় ঘুরতে যান। ঝর্ণা থেকে ফিরে তারা নদীতে গোসল করতে নামেন। এ সময় সোহান স্রোতের টানে ডুবে
যায়। শাকিল সাঁতরে উপরে উঠে আসে। পরবর্তীতে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দিই।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র লামা স্টেশন সাব অফিসার মো.আব্দুল্লাহ জানান, মাতামুহুরী নদীতে পর্যটক সোহান নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাই। দুই ঘন্টা ধরে স্থানীয়দের সহযোগিতায়
সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়েও সোহানকে না পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ পর্যটক সোহানকে উদ্ধারে পুলিশসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কাজ করছেন।