লামা প্রতিনিধি |
তুমুল বৃষ্টি উপেক্ষা করে মাতামুহুরী নদী ও লামা খালের তীরে আড়াই সহস্রাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপন করেছে বান্দরবানের পানি উন্নয়ন বোর্ড। দেশব্যাপী পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় এসব গাছের চারা রোপন করা হয়। বান্দরবানের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী রবিবার সকালে লামা খালের ইব্রাহিম লিড়ার পাড়া এলাকায় একটি নারিকেল চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্ভোধন করেন। এ সময় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী জমির উদ্দিন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফি আলম ও ওয়ার্ড মেম্বার সীতা রঞ্জন বড়–য়া, পাউবো ঠিকাদার ওয়াগা প্রু, ছাত্রলীগের লামা উপজেলা শাখার সাবেক সভাপতি মংক্যহ্লা মার্মা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, বিপ্লব দাশ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন উদ্ভোধনের পর লামা খালের বিভিন্ন স্থানের ভাঙ্গন পরিদর্শন করেন পাউবো নির্বাহী কর্মকর্তা অরুপ চক্রবর্তী। তিনি বলেন, নদী বা খালের তীরবর্তী স্থানে বৃক্ষ রোপনের এ কর্মসূচী ভাঙ্গন রোধে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত