চকরিয়া প্রতিনিধি।
চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলিরবাপের গ্রামের বাসিন্দা দিনমজুর শমসুল আলমের শিশু ছেলে আবদুল্লাহ শাওনের শরীরে ধরা পড়েছে জটিল রোগ। চিকিৎসকরা জানিয়েছে, শিশু আবদুল্লাহ শাওন একজন হার্টে ছিদ্র রোগী।
ইতোমধ্যে এলাকার কিছু মানবিক মানুষ ও প্রবাসির পাঠানো সরাসরি অনুদান এবং বিকাশে পাওয়া আর্থিক সহায়তায় গত ২৫ জানুয়ারি শাওনকে অপারেশনের জন্য রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইউরো-বাংলা হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৯ জানুয়ারি হাসপাতালে তাঁর হার্টে অপারেশন সম্পন্ন হয়েছে।
তাঁর ব্যয়বহুল চিকিৎসার খরচ আর হাসপাতালের দৈনিক বিল পরিশোধ, আনুষঙ্গিক খরচাপাতি চালিয়ে যেতে দিনমজুর বাবার পারিবারিক অবস্থাও এখন কাহিল। শাওনের বাবা দিনমজুর শমশুল আলম টমটম গাড়ি চালিয়ে যা আয় করেন, দৈনিক গাড়ির ভাড়া এবং গ্যারেজে বিদ্যুৎ চার্জের বিল দিয়ে যে টাকা অবশিষ্ট থাকে, তা বুকের ধন ছেলের চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েও কোন কুল-কিনারা পাচ্ছেনা।
ছোট্ট শিশু শাওনের পূর্ণ চিকিৎসা চালিয়ে নিতে আরেকবার সবার সহযোগিতা চেয়েছেন দিনমজুর বাবা। শিশু আব্দুল্লাহ শাওনের জন্য সহায়তা পাঠাতে হৃদয়বান সকলে তাঁর বাবা শমশুল আলম,( 01842-339430 ) ও বিকাশ- 01881364720 (পার্সোনাল) মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আসুন সবাই একটু মানবিক মানুষ হই।