দিঘিনালা প্রতিনিধি |
দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে লোকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) স্কাউট দিবস উপলক্ষে এবং দীঘিনালা জোনের সৌজন্যে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে লোকদের মাঝে এ খাবার তুলে দেন দীঘিনালা সেনা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দুলাল হোসেন, মাইনী রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, খাগড়াছড়ি জেলা মিডিয়া টিমের সহকারী সমন্বয়ক মো. সোহানুর রহমান।
এদিকে “খাবার বিতরণকালে এক মানসিক ভারসাম্যহীন লোক হ্যান্ডসেক করার জন্যে হাত বাড়িয়ে দেন। হ্যান্ডসেক করার পর দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলামকে বুকে জড়িয়ে ধরেন। অনেকেই খাবার পেয়ে সন্তুষ্টির হাসি দেন। এসময় উপজেলার ৩৫ জনকে পানি ও রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত