1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম  লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত লামায় পর্যটন কটেজে এক পর্যটকের আত্মহত্যা লামায় পরিবেশ বিধ্বংসী ৬ লাখ ২৭ হাজার গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু

মারাইংতং বৌদ্ধ মুর্তি ভাঙ্গার নাটক সাজিয়ে হয়রানির প্রতিকার চেয়ে লামায় ম্রো জনগোষ্ঠির মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় সাংগু মৌজার জুমিয়া ম্রো নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, আলীকদম উপজেলার ভরিরমুখ বৌদ্ধ বিহারের উঃ উইচারা ভিক্ষু লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মারাইনতং পাহাড়ে অবকাঠামো নির্মাণ করছেন। শনিবার দুপুরে লামা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ম্রো নেতৃবৃন্দরা আরো বলেন, উঃ উইচারা ভিক্ষু পরিকল্পিতভাবে নিজে বৌদ্ধ মূর্তি ভেঙে সাগু মৌজা হেডম্যান চংপাত ম্রো সহ অন্য ম্রো জুমিয়াদের নামে আলীকদম থানায় মিথ্যা মামলা করেছেন। তারা জানান, ভরিমুখ আশ্রমের উঃ উইচারা ভান্তের নেতৃত্বে উপজেলার ২৮৫ নং সাঙ্গু মৌজার ম্যারাইনতং পাহাড়ে ম্রোদের জুম ভূমি জবর দখলের অপচেষ্টা, বৌদ্ধ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ১৯৯২ সালে ভরিমুখ বিহারে বিহার অধ্যক্ষ উঃ উইচারা ভান্তের আবেদনের প্রেক্ষিতে মারাইনতং পাহাড়ে বুদ্ধ প্রতিবিম্ব, ভাবনা কেন্দ্র ও জাদী নিমাণের জন্য সাংগু মৌজা হতে পাঁচ একর জায়গা দান করা হয়। বর্তমানে উ: উইচারা ভিক্ষু গং বানিজ্যিক উদ্দেশ্যে সেখানে প্রায় শতাধিক একর জায়গা জবরদখল করে রেখেছেন। সাংগু মৌজার হেডম্যানসহ অন্য ম্রো ও মার্মা সম্প্রদায়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আসল ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীর বিচার দাবি জানান ম্রো নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিংওয়াই ম্রো, মেনসোয়া ম্রো, জনবাহাদুর ত্রিপুরা, অংক্যয় মার্মা কারবারি, মাংদন ম্রো, লাংত্রুং মো, প্রদীপ ম্রো, দীপন ম্রো ও পাক মো প্রমুখ। এতে শতাধিক ¤্রাে জনগোষ্ঠির নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় সাংগু মৌজা হেডম্যান চংপাত ম্রো লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে, উ: উইচারা ভিক্ষু গংয়ের ভূমিদস্যুতা, মিথ্যাচারিতার বিরুদ্ধে তদšন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবি জানান।
উল্লেখ্য যে, সাংগু মৌজার মারাইনতং পাহাড়ের শতাধিক একর সরকারি জায়গা উঃ উইচারা ভিক্ষু জবরদখল করার চেষ্টা করে আসছেন। ম্রোদের জুম চাষের এই জায়গা জবর দখলের ককা থেকে রক্ষা করার জন্য ম্রো জুমিয়ারা গত ৩ মাস ধরে আন্দোলন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট