জিয়াউল হক জিয়া, স্টাফ রিপোর্টার।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ মালুমঘাট স্টেশনের দুই পাশের শতাধিক ফুটপাত, দোকান উচ্ছেদ করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ।
বুধবার (৭ ফেব্রæয়ারী) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুটপাত দোকান উচ্ছেদের অভিযান চালানো হয়েছে।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস.আই মোজাম্মেল জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার অন্যতম একটি স্টেশন মালুমঘাট বাজার। যেখানে রয়েছে হাসপাতালসহ সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু মহাসড়কের লাগোয়া দুই পাশে সম্প্রতি সময়ের মধ্যে গড়ে উঠেছে শতাধিক ফুটপাত দোকান। যে কারনে প্রতিনিয়ত যানজট সহ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের বিঘœতা হচ্ছে। ফলে জন দুর্ভোগ ও যানজট নিরসন করার লক্ষ্যে অভিযানটি পরিচালনার মাধ্যমে শতাধিক ফুটপাত দোকান সহ যানজট মুক্ত করতে সক্ষম হয়। ভবিষ্যতে মহাসড়কের দুইপাশে ফুটপাতের কারণে যানজট সৃষ্টি হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত