এসময় টহলরত ১১-বিজিবির সদস্যরা তাদের তুমব্রু বিওপিতে নিয়ে যায়। পরে ১১ বিজিবি অধিনস্থ নাইক্ষ্যংছড়িস্থ সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকে আশ্রয় নেওয়া ১৭৭ জনের সাথে তাদের রাখা হয়েছে। এতে পালিয়ে আসা জান্তা বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়ায় ১৮০ জনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান, ১৭৭ জনকে আগামী ৫ এপ্রিল বা ৭ এপ্রিলের মধ্যে সরকার ফেরত পাঠানোর যে তোড়জোড় শুরু করেছিলো পালিয়ে আসা এ তিন সেনার কারণে ১৭৭ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে। এ জন্যে ১৭৭ জনের মিয়ানমারের ফেরত পাঠানোর বিষয়টি অনিশ্চিত দেখা দিয়েছে।
পালিয়ে আসা এ তিন সেনা সদস্যের বিষয়টি নিশ্চিত করেছেন, বান্দরবান জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন।
তিনি বলেন, আশ্রয় নেওয়া ৩ জনই সেনা সদস্য বলে জানা গেছে। এদেরকে আগের ১৭৭ জনের সাথে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। অন্য বিষয়টি পরে জানা যাবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত