কক্সবাজার প্রতিনিধি |
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি ‘আরসা’র ২ সদস্যতে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে ২ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারস্থ র্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান। গ্রেফতাররা হলেন, ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৩) ও একই ক্যাম্পের আবদুস ছালামের ছেলে মো. শাকের (৩৩)। ২ জনের বিরুদ্ধে নানা অপরাধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ‘আরসা’র ২ সদস্যকে ১৮ নম্বর ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। ২ জনকে সংশ্লিষ্ট মামলায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ২ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত