1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

মিয়ানমারের বুথিডং কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছে দুই শতাধিক বাংলাদেশি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৭০ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা  ডেস্ক |

মিয়ানমারের বুথিডং কারাগারে আটকে আছে অন্তত দুই শতাধিক বাংলাদেশি। তারা বেশ কয়েক বছর ধরে সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে। এদের মধ্যে কেউ বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে নাফনদী হয়ে ঘরে ফেরার সময় মিয়ানমারের সিমান্ত পুলিশ ধরে নিয়ে সাজা দিয়েছে এমন যেমন রয়েছে। আবার সাগর পথে মালয়েশিয়াগামী, মিয়ানমারে মাদক পাচারকারীদের পণ হিসেবে গিয়ে পরবর্তী সময়ে সেখানে সরকারি বাহিনীর হাতে আটক হয়ে কারাদণ্ড ভোগ করছে এমনও রয়েছে।

সম্প্রতি ( ৫ মার্চ) বুথিডং কারাগার থেকে পাঠানো একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

এই প্রতিবেদককে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, আমরা এখানে মিয়ানমার বুথিডং কারাগারে বন্দি আছি। আমাদেরকে সাগর থেকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পর বর্ডার ক্রস বলে ৫ বছর জেল মারছে, কিন্তু আইনগতভাবে আছে বর্ডার ক্রস ৬ মাস। এই বিচারটা আমরা আপনার কাছ থেকে চাই। এখানে মিয়ানমার বুথিডং জেল হাজতে ৯২ জনের সাজা শেষ হয়ছে। সাজা শেষ হয়ে যাওয়ার পরে প্রায় ২ বছর হয়ে গেছে। আর সাঁজাপ্রাপ্ত আছে ৪৪ জন এখানে- টেকনাফ বড়ইতলীর ৫ জন, উখিয়া থানার জালিয়া পালং ইউনিয়ন মাদার বনিয়ার ৩ জন, মহেশখালী উপজেলার কুতুবজুম তাজিয়া খাটার ৩ জন, সাবরাং বাহার ছড়া ১নং ওয়ার্ড ১ জন, বান্দরবন জেলার ২নং কোহালং ইউনিয়নের কিবুক পাড়ার ২ জন, রাঙামাটি জেলার কাউখালী থানার ১নং বেতবনিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের কালা কাজী পাড়ার ১ জন, বান্দরবন জেলা থেকে ৯ জন, টেকনাফের হোয়াইক্যং তুলাতলী হারুন গুনার ২ জন (মহিলা মেম্বার ছেনুয়ারার বাড়ির পার্শ্বে), হোয়াইক্যং নয়া বাজার ৭নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আব্দু রহিম (মাস্টার ফরিদ এর বাড়ির পার্শ্বে), সাবারং ইউনিয়ন শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার ৯নং ওয়ার্ডের ১৪ জন হচ্ছে নুরুল কবিরের ছেলে মোহাম্মদ হেলাল, হোসেন আলীর ছেলে জাফর আলম, আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসহাক, লেড়ু মিয়ার ছেলে মো. জসিম উদ্দীন, মোহাম্মদ মমতাজের ছেলে মোহাম্মদ ইসমাইল, পেঠান আলীর ছেলে শবি রহমান, মোহাম্মদ কাশেমের ছেলে নূর কালাম, ফরিদ আলমের ছেলে আলী আকবর, আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম, আলী হোসেনের ছেলে সোলতান আহমদ ও রশিদ আহমদ (ক্যাম্প পাড়া), কাদির হোসেনের ছেলে মহিউদ্দীন, মৃত মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ রফিক (কচুবনিয়া) ও মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ হোছাইন ( মধ্যম কুতুবদিয়া)।

মিয়ানমারের আটক বাংলাদেশি জেলেদের স্বজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নুরুল কবির, আবদুল গফুর ও মোহাম্মদ আয়াজ জানান, “মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) গত ২০২২ সালের ১৫ মার্চ জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে গেলে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরের পূর্ব দক্ষিণ দিকে বাংলাদেশের জল সিমানায় মাছ ধরারত অবস্থায় ৪টি ফিশং বোট ও জালসহ ১৮ জন বাংলাদেশি মাঝিমাল্লাকে মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যায়। সে ১৮ জন মাঝিমাল্লার মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক থাকার কারণে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে মিয়ারমারের বুথিডং কারাগারে আটক রাখা হয়। উক্ত আটককৃত মাঝিমাল্লার উপার্জিত অর্থ দিয়ে ঘর সংসার চলে। তাদের একমাত্র আয়ের উৎস সাগরে মাছ ধরে সংসার চালানো। এসব পরিবারগুলো খুব অসহায় ও দিনে এনে দিনে খাওয়া প্রকৃতির লোক। সকলের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মিয়ানমারের বুটিডং নামক কারাগারের জেল হাজতে আটক থাকার কারণে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। কেউ কেউ অসুস্থ অবস্থায় দিন যাপন করিতেছি।”

এক বছর ধরে সন্তান হারা মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন ও ছেলে-মেয়েরা এবং পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ তাদের অনুপস্থিতে প্রায় অর্ধপাগল, এমতাবস্থায় তাদের অনুপস্থিতে জীবন নির্বাহ করা খুবই কঠিন ও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদনও করেছেন তারা।

এ প্রসঙ্গে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান, “নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে সাজা দেওয়ার ঘটনা অমানবিক। এ ধরনের ঘটনা প্রতিবেশী দু’দেশের মধ্যে সম্পর্ক বিনষ্ট করে। এসব বিষয়ে সীমান্ত সম্মেলনগুলোতে জোরালো ভূমিকা পালন করতে হবে।”

এদিকে গত ২০২২ সালের ২১ মার্চ আবেদুজ্জামান নামের এক জেলেকেও নাফনদী থেকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার মা টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মাহমুদা খাতুন। তিনি তার ছেলেকে ফেরত আনার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। তিনি তার ছেলের বরাত দিয়ে জানান, মিয়ানমারের বুথিডং কারাগারে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তার ছেলেসহ দু’শতাধিক বাংলাদেশিকে। দু’বেলা শুধুই ভাত দেওয়া হয় ওখানে। আর অন্যান্য সব খাবার কিনে খেতে হয়। তাই মাসে মাসে আটক বাংলাদেশিদের জন্য পরিবার থেকেও উল্টো খরচ জোগান দিতে হয় বলেও জানান তিনি।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, “আমার এলাকার আবেদুজ্জামানসহ বেশ কজন বাংলাদেশি জেলে মিয়ানমার কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “মিয়ানমারের আটক বাংলাদেশি জেলেদের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট