মিরসরাই প্রতিনিধি |
চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় আগুনে পুড়ে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিনগত গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারে প্রজেক্ট রোড়ের মুক্তিযুদ্ধ হোটেলের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ কোটির অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার সাংবাদিকদের বলেন, বুধবার দিনগত রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। এতে জামশেদ আলমের ফার্নিচারের শোরুম, কাঠের গোডাউন, বিমল টিম্বার এর কাঠের দোকান, ওষুধের দোকান, দুটি কুলিং কর্ণরা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, সরোয়ার আলমের নকশার দোকানসহ প্রায় ২৫ টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ২৫ দোকান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আমাদের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।