স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত সংবাদপত্র বিক্রেতা(হকার) প্রকাশ কান্তি ধর(৬৩) চিকিৎসাধিন অবস্থায় ১৫ জুলাই ভোর পাঁচটার দিকে মারা গেছেন।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌর শহরের সরকারি হাসপাতালের সামনে মহাসড়ক পারারপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। প্রকাশ কান্তি ধর(৬৩)উপজেলা হারবাং ইউনিয়নের ধরপাড়ার হিরণ লাল ধরের ছেলে।সে দীর্ঘ ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির করে আসছিল।
প্রবীণ সংবাদপত্র বিক্রেতা প্রকাশ ধরের মৃত্যুে গভীর শোক প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাব,হকার বিক্রেতা সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি তারা ঘাতক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত