আলীকদম(বান্দরবান) প্রতিনিধি ।
বিকল্প আয় বর্ধক কার্যক্রমের আওতায় বান্দরবানের আলীকদম উপজেলায় মৎস্যজীবীদের গবাদি পশু বিতরণ করেছে আলীকদম উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে তালিকাভুক্ত পাঁচজন মৎস্যজীবীদের মাঝে গরু এবং ছাগল বিতরণ করা হয়। আলীকদম উপজেলা মৎস্য অফিস জানায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত মাছ ধরার নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীরা যাতে বিকল্প আয়ের উৎস তৈরি করতে পারে সেই লক্ষ্যে সরকারের তালিকাভুক্ত মৎস্যজীবীদের বিকল্প আয় বর্ধক কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ করা হয়েছে। গবাদি পশুর বিতরণকালে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প কর্মকর্তা হিজবুল রহমান ভূইয়া। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ কফিল উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।