শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূজামন্ডপে নগদ অর্থ অনুদান, দুস্থ ও অসহায় পরিবারকে নতুন ঘর হস্তান্তর এবং স্কুলে শিক্ষা সমগ্রী বিতরণ করেছেন যামিনীপাড়া জোন ২৩ বিজিবি।
বৃহস্পতিবার (১৯ অক্টোটর) সকালের দিকে যামিনীপাড়া জোনের আওতাধীন এলাকায় জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির পিএসসি এসব কার্যক্রম পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে কলা হয়, পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন দুর্গা পুজা উপলক্ষে জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির হেডম্যানপাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় জোনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এছাড়াও, একই এলাকার দুস্থ ও অসহায় জনৈকা ফুলমতি ত্রিপুরাকে আবেদনের প্রেক্ষিতে জোন কমান্ডার ২টি বসতঘর নির্মাণের ব্যবস্থা করে দেন।
পরে যামিনীপাড়া বর্ডার গার্ড হাই স্কুল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা ও বিভিন্ন দাপ্তরিক কাজের সুবিধার্থে একটি ল্যাপটপ প্রদান করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত