পাহাড়ের কথা ডেস্ক |
যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। টেনেসিতে সাত , আরকানসাসে পাঁচ, ইনডিয়ানায় তিন , আলাবামা ও মিসিসিপিতে একজন করে নিহতের খবর মিলেছে । প্রচন্ড ঝড়ে ইনডিয়ানার সুলিভান কাউন্টি লন্ডভন্ড হয়ে গেছে। সেখানে দুই শতাধিক বাড়িঘর ও স্থাপনা তছনছ হওয়ার ফলে অঞ্চলটিকে একটি যুদ্ধ ক্ষেত্রের মতো দেখাচ্ছে।
ছয়টি অঙ্গরাজ্যে গত শুক্রবার রাত ও শনিবার সকালে বয়ে যাওয়া ঝড়ে ২৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন কোন এলাকায় প্রবল টর্নেডোর গতি বেগ ছিল সর্বোচ্চ ১৬৫ মাইল। উদ্ধার কর্মীরা বলছেন বৃক্ষ উপরে গিয়ে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে দুর্গত এলাকায় পৌঁছাতে বিঘ্ন ঘটছে । তাদের মতে পুরো ক্ষয়ক্ষতি নিরুপনে বেশ কয়েক দিন সময় লাগবে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরকানসাসের গভর্নর হাকেবি সারাহ স্যান্ডার্স এবং লিটল রক ও ওয়েনির গভর্নরের কাছে ক্ষয়ক্ষতির খোঁজখবর নিয়েছেন। তিনি ফেডারেল ইর্মাজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) এর প্রশাসকের সঙ্গেও কথা বলেছেন। সূত্র-দৈনিক বাংলা