খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী, বস্ত্র, বেবীসেট, জায়নামাজ (টুপি ও তসবিহসহ), নগদ অর্থ এবং বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করেছে যামিনীপাড়াজোন ২৩ বিজিবি । বুধবার (২২ মার্চ) যামিনীপাড়া জোন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জোন কমান্ডার লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আওতাধীন বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী, বস্ত্র, বেবী সেট, জায়নামাজ (টুপি ও তসবিহসহ), নগদ অর্থ এবং বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ প্যাকেট ইফতার সামগ্রী যার মধ্যে খেজুর ১ কিজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, চিড়া ১ কেজি এবং ২০০ গ্রাম ট্যাং ১ টি রয়েছে।
দরিদ্র জাকির হোসেনকে নগদ ৪ হাজার ৫শত টাকা, ৩ জন মহিলাকে ৩টি বস্ত্র ,১ জন নবজাতক শিশুকে বেবী সেট, ১ জনকে জায়নামাজ , টুপি ও তসবি এবং পথ শিশুদের মাঝে ১০০ প্যাকেট বিভিন্ন প্রকার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
সর্বমোট ৪২ হাজার ৪শত ৫০ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায় ।