1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমে নারী সমাবেশ  ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী লামায় সিএইচসিপি এসোসিয়েশন’র নতুন সভাপতি জ্যোতিষ, সাধারণ সম্পাদক জুনাইদুল রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবিকাসহ জনবল সংকট, সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ, দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর লামায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিজয় মিছিল আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

রাঙামাটিতে কিশোরীকে ধর্ষণ : মুমুর্ষাবস্থায় চট্টগ্রামে রেফার্ড; অভিযুক্ত আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আলমগীর মানিক, রাঙ্গামাটি |

রাঙামাটি শহরে বহুরূপি প্রেমিক কর্তৃক ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ! প্রেমিক নামক নরপশুর ধর্ষাঘাতে গুরুত্বর আহত কিশোরীকে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) বিকেলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে চট্টগ্রাম রেফার্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনায় অভিযুক্ত যুবক আবু সুফিয়ানকে ঘটনার পরপরই রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন। আটককৃত আবু সুফিয়ান রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন শান্তিনগর এলাকার জসিম উদ্দিনের সন্তান বলে জানা গেছে।

জানাগেছে, রাঙামাটি শহরের ৭নং ওয়ার্ডস্থ শান্তি নগরের বাসিন্দা পেশায় ফার্নিচার মিস্ত্রি আবু সুফিয়ান(২৪) তার মাকে নিয়ে গত দুই মাস আগে শহরের ভেদভেদী এলাকার উক্ত ভিকটিমের বাসায় গিয়ে তার মা’কে মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। উক্ত আবু সুফিয়ান বখাটেপনায় লিপ্ত বিষয়টি জানতে পেরে মেয়ে ছোট এই অজুহাতে মেয়ে বিয়ে দিবেনা বলে জানিয়ে দেয়।

কিন্তু বখাটে আবু সুফিয়ান উক্ত মেয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে আজ শুক্রবার জরুরী কথা আছে বলে ভিকটিম কিশোরীকে ডেকে নিয়ে শহরের আবাসিক হোটেল ড্রিমল্যান্ডের ১১৭ নাম্বার রুমে নিয়ে যায়। সেখানে ভিকটিম কিশোরীকে জোরপূর্বক শারিরিক সম্পর্ক করতে গিয়ে এক পর্যায়ে ভিকটিমের প্রচুর রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত আবু সুফিয়ান।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪ টা ১০ মিনিটের সময়  ভিকটিম কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং শারিরিক অবস্থার অবনতি হতে থাকায় ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত পুলিশের কাছে উক্ত বিষয়টি সন্দেহজনক হওয়ায় কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে ভিকটিমকে নিয়ে যাওয়া অভিযুক্ত আবু সুফিয়ানকে আটক করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে মুঠোফোনে যোগাযোগ করলে চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের স্বজনরা এই প্রতিবেদককে জানান, মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। রাত বারোটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি জানিয়ে তার ভাই জানায়, সন্ধ্যারাতে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পর সে দুইবার অজ্ঞান হয়ে গেছে। মধ্যরাতেও তার জ্ঞান ফেরেনি। এই ধরনের একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনায় জড়িত বখাটে আবু সুফিয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট