মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় এবার চতুর্থ পর্যায়ের ২য় ধাপে রাঙামাটিতে আরও ২১৩ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
এরপরই রাঙামাটির কাউখালী উপজেলায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি থেকে গৃহহীন পরিবারদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।
জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, রাঙামাটিতে ইতোমধ্যে চারটি পর্যায়ে রাঙামাটিতে ১৯১৬ পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে। টাস্কফোর্স কমিটির সুপারিশ অনুযায়ী রাঙামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৪৫৩৪টি। পরবর্তীতে আরো ২৪০৫ পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত