রাঙামাটি শহরে প্রভাত চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
এ সময় ওসি বলেন, বুধবার রাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর এলাকার সেগুন বাগান থেকে একটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির জেলা শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়েছে এবং রক্তকরণের কারণে ওইদিন রাতে তিনি মারা যান।
ওসি আরও বলেন, মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে এবং নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী মণিকা চাকমা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেছে বলে ওসি জানান।
এই ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি আরিফুল আমিন।