রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে শহরের বনরুপা ফরেস্ট কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, মাদকের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম ইজারুল রাব্বি।
জানা গেছে, ভোর সাড়ে ৪টায় রাব্বির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ সূত্র- দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।