রাঙ্গামাটি প্রতিনিধি |
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার কমাতে হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবেসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দিনদিন মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। মাটি খুঁড়লে পাওয়া যায় প্লাস্টিক এবং পলিথিন। বন উজার হচ্ছে। গাছ কেটে মানুষ গাছ লাগায় না। যে কারণে আমাদের মহা দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে তাপমাত্রা বেড়ে গেছে। এসব আমাদের কারণে হচ্ছে। আমরা আমাদের বাসযোগ্য পৃথিবীকে ধ্বংস করছি। এইজন্য আমাদের সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে সচেতন ভাবে গড়ে তোলতে হবে। তাহলে আমরা একটি সুন্দর পরিবেশযোগ্য পৃথিবী গড়ে তোলতে পারবো। এদিকে সভার আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, বৃক্ষ রোপন এবং শোভাযাত্রা বের করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, রাভামাটি রোভার স্কাউট এর সাধারণ সম্পাদক নুরুল আফসারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত