রাঙ্গামাটি প্রতিনিধি |
রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম জনি (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জনি তার ব্যবহৃত মোটরসাইকেল (রাঙ্গামাটি-ল ১১-১১৩৬) নিয়ে বনরূপা থেকে তবলছড়ি যাওয়ার পথে ওভারটেকিং করতে গিয়ে ট্রাক-অটোরিকশার চাপে পরে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এরপর স্থানীয়রা আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মারা যাওয়া যুবক তবলছড়ি এলাকার ব্যবসায়ী জহির সওদাগের ছেলে বলে জানা গেছে। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ