রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তুু) সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে। এতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নির্মল চাকমা। সে সন্ত্রাসী ইউপিডিএফ-এর পরিচালক ও চিফ কালেক্টর বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে। রবিবার (১৬ মার্চ) এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সূত্রে জানাযায়, জনগণের নিরাপত্তার স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনার পর জনসাধারণের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
এদিকে গত ১২মার্চ জেলার বরকল উপজেলার শুভলং এর রূপবান এলাকায় জেএসএস সশস্ত্র গ্রুপ ও ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি সংগঠিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্য আনুমানিক ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা নামে ১ জন নিহত হয়।