বান্দরবান প্রতিনিধি।
রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছে। ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাত্র ১৫ জন পর্যটক নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রামের ভাটীয়ারী থেকে রাঙামাটি আসে বাসটি। সন্ধায় ফিরে যাওয়ার সময় রাঙামাটির মানিকছড়িতে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চাপায় হেলপারসহ এক পর্যটক নিহত হন। তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা যায়নি। ঘটনায় আরো তিনজন আহত হন। আহতরা হলেন, নুরুল ইসলাম (৪২), জামাল উদ্দিন (৬০) ও আরমান খান (৫৬) তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারী ফ্যাক্টরীতে চাকরী করে বলে জানা গেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত