রাঙ্গামাটি প্রতিনিধি |
রাঙামাটির রাইখালী রিফিউজি পাড়া পারিবারিক কলহের জেরে গলায় শাড়ি পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৯ মে) সকাল ৬ টায় কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বসবাসকারী মো. তৈয়ব আলী(২৩) নিজ ঘরে সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি পেশায় একজন জীপ গাড়ি চালক। রিফিউজি পাড়া এলাকার মৃত মো.শরীফ আলীর ছেলে বলে জানা যায়।
এ সময় ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা জানান, পারিবারিক কলহের জেরে যুবক আত্নহত্যা করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম বাবু(ওসি) জানান, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।