রাঙ্গামাটি প্রতিনিধি |
রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় -বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিফাত আছমার সভাপতিত্বে এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদ্য বিজয়ী চেয়ারম্যান অন্ন সাধন চাকমা, বিদায়ী পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সদ্য বিজয়ী পলাশ কুসুম চাকমা, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদ্য বিজয়ী রিতা চাকমাসহ উপজেলা পর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।