রাঙ্গামাটি প্রতিনিধি |
পর্যটন নগরী গড়তে পরিছন্নতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রবিবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিসি বলেন, আগামী ২০ তারিখ থেকে দেশের অন্যান্য এলাকার ন্যায় রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীরা রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব পালব করবে। এইজন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে।
জেলার পর্যটন শিল্পের উন্নয়নে শহর পরিছন্ন, বাল্য বিবাহ নিরোধ এবং মাদকদ্রব্যর অপব্যবহার রোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ জানান এসময়।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত