লংগদু প্রতিনিধি |
রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪মে) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারী একই ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন গৃহবধূ তানজিনা। এরপর দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কাজ ফেলে বাড়ি ফিরার উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে তিনি জমিতে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত