রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা থানা রাইখালী ইউনিয়ন পরিষদের সামনে হতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২ মে) সকালে রাইখালী ইউনিয়ন পরিষদ পাশ্ববর্তী হতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হাসেম (৩১) ও মোহাম্মদ মানিককে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা।
চন্দ্রঘোনা থানা পুলিশ ইনর্চাজ মো.শফিউল আজম বাবু (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮ টার দিকে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে এদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের নিকট হতে দেশীয় ৯ লিটার চোলাই মদ উদ্বার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।