1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

রামগড়ে আশ্রয়ণের ঘর পেলেন ১৩৩ গৃহহীন পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ১৩৩ টি গৃহহীন পরিবার পেলেন মাথা গোজার ঠাঁই। বুধবার (২২ মার্চ) উপজেলার বিভিন্ন অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকার এ ১৩৩টি ভূমিহীন ও গৃহহীন অতিদ্ররিদ্র পাহাড়ি-বাঙ্গালি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি হস্তান্তরের উদ্বোধন করার পর রামগড় উপজেলা অডিটোরিয়ামে সুবিধাভোগী পরিবারের কাছে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার বার্বারী।

এ সময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় ইউপি চচেয়ারম্যান শাহ আলম মজুমদারসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ,সাংবাদিক উপস্থিত ছিলেন।

রামগড় উপজেলা র্নিবাহি কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন জানান, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চর্তুথ পর্যায়ের প্রথম ধাপে রামগড়ে এবার মোট ১৩৩টি পরিবারকে ঘর ও জমির দলিল দেয়া হয়েছে। এরমধ্যে রামগড় ইউনিয়নে ৩৭টি, পাতাছড়ায় ৭৩ ও রামগড় পৌরসভায় ২৩টি পরিবার রয়েছে।

তিনি বলেন, এর আগে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ৩৪৩টি ভূমি ও গৃহহীন পরিবার আশ্রয়ণের ঘরে বসবাস করছেন। ‘সরেজমিনে যাচাই-বাচাই করে প্রকৃত গৃহ ও ভূমিহীন পরিবার শনাক্ত করে তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি দেওয়া হয়েছে। উপযুক্ততার ভিত্তিতে এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালি সকলেই সমানভাবে এ সুবিধা পাচ্ছেন। গৃহ নির্মাণে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, দুই কক্ষের প্রতিটি ঘরে আলাদা রান্নাঘর ছাড়াও স্বাস্থ্য সম্মত টয়লেট, বিশুদ্ধ পানি ও বিদ্যুত সংযোগের ব্যবস্থাও করা হচ্ছে। বিদ্যুবিহীন দুর্গম পাহাড়ি গ্রামের আশ্রয়ণের ঘরগুলোতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশেষ প্রকল্পের আওতায় সোলার প্যানেল দেয়া হচ্ছে।

এদিকে, পাহাড়ের চূড়ায় কিংবা ঢালুতে বাঁশ-ছনের ঝুপড়িঘরে বৃষ্টির পানিতে ভিজে, গ্রীষ্মের তপ্ত রোদ আর শীতে কনকনে ঠান্ডায় অতিকষ্টে দিনাতিপাত করা ১৩৩ টি গৃহহীন অসহায় পরিবার ৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন একটি সেমিপাকা ঘর ও জমির মালিক হওয়ায় আনন্দে মহাখুশি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট