1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত লামায় হাজার হাজার নারী পুরুষের প্রতিরোধের মুখে ইটভাটায় অভিযান চালাতে পারেনি পরিবেশ অধিদপ্তরের অভিযানি দল

রামগড়ে বিজিবির কাঠ আটককে কেন্দ্র করে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি।

 

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির কাঠ আটককে কেন্দ্র করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে খাগড়াছড়ি-রামগড়- বারৈয়ারহাট প্রধান সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, বিজিবি রামগড় শহরের উপকণ্ঠে একটি ‘স’ মিলে অবৈধ কাঠ আটকের জন্য অভিযান চালায়। এতে কাঠ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এসময় তারা স’মিল সংলগ্ন খাগড়াছড়ি -রামগড়-বারৈয়ারহাট প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয় প্রান্তে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রামগড় থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে বিক্ষুব্দ লোকজনদের শান্ত করে ব্যারিকেড সরিয়ে দেয়।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিজিবি কারণে-অকারণে প্রায়শই এভাবে কাঠ আটক করে। তারা বলেন, পার্বত্য এলাকার অধিকাংশ মানুষ কাঠ-বাঁশ কেনাবেচা করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিজিবির এমন ভূমিকায় তাদের কাঠ-বাঁশের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম।

অন্যদিকে, অভিযান পরিচালনায় নিয়োজিত রামগড় ৪৩ ব্যাটালিয়নের মহামুনি বিওপির নায়েক সুবেদার শরিফ মাহবুব বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে অফিস টিলা এলাকায় তারা অবস্থান নেন। এসময় কাঠ বোঝাই একটি জিপ গাড়িকে থামানোর সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে রামগড় বাজারের একটি স’মিলে ঢুকে পড়ে। বিজিবি পিছু ধাওয়া করে স’মিলে পৌঁছার আগেই অবৈধ কাঠগুলো সেখানে আনলোড করে গাড়িটি পালিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিজিবি অবৈধ কাঠ আটক করতে গেলে কাঠ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বভাবিক করে।

এদিকে, এ ঘটনার পর বিজিবি, পুলিশ ও বনবিভাগ ঐ স’মিলে যৌথ তল্লাশি চালিয়ে ২০-২৫ টুকরা সেগুন গোলকাঠ জব্দ করে।

রামগড় বন রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, স’মিল তল্লাশিকালে বৈধ মালিক পাওয়া না যাওয়ায় প্রায় ২৫ টুকরা সেগুন গোলকাঠ জব্দ করা হয়। সূত্র- পার্বত্য নিউজ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট