রামু প্রতিনিধি |
কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে অস্ত্রের মুখে বাবা ছেলেকে জিম্মি করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী ভুতপাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে মোজাফফর আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা মোজাফফর আহমদ জানান, রাত ৩ টা পর্যন্ত তিনি গোয়াল ঘর পাহারা দিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ৪ টার দিকে গোয়াল ঘরে লোকজনের শব্দ পেয়ে তিনি ঘুম থেকে উঠে বাইরে আসার চেষ্টা চালান। কিন্তু বাড়ির সামনের দরজা বাইরে থেকে আটকানো থাকায় পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু পেছনের দরজাটিও ডাকাত দল আটকে দেয়ায় তিনি নিরুপায় হয়ে বাড়িতে আর্তচিৎকার শুরু করেন।
এক পর্যায়ে পেছনের দরজা ভেঙ্গে তিনি এবং তার ছেলে সোহেল বাড়ির বাইরে আসতেই ৪ জন কালো গেঞ্জি-প্যান্ট ও মাস্ক পরিহিত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে।
এসময় আরও কয়েকজন ডাকাত তার সামনেই গোয়াল ঘর থেকে ৯০ হাজার টাকা দামের গরুটি নিয়ে ৫০ ফুট দূরত্বে থাকা মাইক্রোবাসে তুলে নেয়। পরে অস্ত্রের মুখে তাদের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা গাড়িযোগে পার্শ্ববর্তী লট উখিয়ার ঘোনা সড়ক হয়ে সটকে পড়ে।
রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, এ বিষয়ে তিনি অবহিত নন। এ ধরনের কোন অভিযোগও থানায় কেউ করেনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত