চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় রিদুয়ান নামের এক হাফেজ নিহত হয়েছেন। রিদুয়ান জোয়ারিয়ানালা ইউনিয়নেরর ঘোনার পাড়ার বাসিন্দা ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্করের ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় টমটমে থাকা হাফেজ রিদুয়ান সৌদিয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান রিদুয়ান। রিদওয়ান জামিয়া দারুল উলুম হাটহাজারীর ইসলামী সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন।
এদিকে হাফেজ রিদুয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত