পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং বান্দরবান জেলা পুলিশের সৌজন্যে রুমা থানায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রুমা বাজার এলাকায় বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই মানবিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, রুমা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
মানবিক সহায়তার মধ্যে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ, ২ কেজি আলুসহ মোমবাতি ও দিয়াশলাই। যে কোন দুর্যোগে বাংলাদেশ পুলিশ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত