1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১ লামায় আবুল খায়ের টোব্যাকোর ক্রয় কেন্দ্রে ডাকাতি, ১ কোটি ৭৫ লাখ টাকা লুট, আটক ৩ ডাকাত ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে লামার ‘মহামুনি শিশু সদন’র স্বর্ণ ও রৌপ্য অর্জন কাপ্তাই হৃদে পানি স্বল্পতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে বজ্রপাতে গৃতবধূর ‍মৃত্যু নাইক্ষ্যংছড়ির বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ আটক-১ লামায় আবুল খায়ের টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৩ জন আটক লামায় ‘ভূমি ধ্বস পূর্ব প্রস্তুতি মূলক কর্ম পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা লামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা, সুবিধা পাচ্ছেন ৩ হাজার ৭৩ জন সীমান্তে চোরাকারবারিদের বড় চালান ধরা, অর্ধ লাখ পিস ইয়াবা উদ্ধার বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আলীকদমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে সুফিয়া এবতেদীয়া মাদরাসা নির্ম্মানে ভিত্তিপ্রস্তর স্থাপনে এ্যাডভোকেট এম, এ কালাম… লামা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন থানচিতে খেয়াং নারী হত্যার প্রতিবাদে লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রুমায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি ।

বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় পর্যটকবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছে, আর এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ পর্যটক। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে শনিবার বিকালে সদর হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ ২০ জানুয়ারী (শনিবার) ১১টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, ঢাকার বাসিন্দা ফিরোজা খাতুন (৫৩) ও জয়নব (২৪)। এই ঘটনায় আহত ১১জন হলেন, রাফান (১২), ঊষসী নাগ (১৫), ডা. জবা রায় (৪৫), মাহফফুা ইসলাম রুপা (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম (২১) , রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) এবং স্বর্ণা (২৩)।
রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত সড়ক দূর্ঘটনা সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

সুত্রে জানা যায়, আহত ও নিহত পর্যটকেরা সবাই নারীর চোখে বিশ্ব দেখা ভ্রমণ সংগঠনের সদস্য। ৫৭ জনের দলটি ৫টি জীপ গাড়িতে করে ১৯ জানুয়ারী (শুক্রবার) বান্দরবানের কেওক্রাডং ভ্রমণ গিয়েছিল। ফেরার পথে (২০ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনায় পড়ে তাদের একটি গাড়ী।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনসাধারণ, রুমা ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটকের মৃত্যু ঘটে।

এদিকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত গুরুতর আহত ১১জনকে উন্নত চিকিৎসার জন্য পরে দুপুর ১ টায় সেনাবাহিনীর এ্যাম্বুলেন্সে করে বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হলে তার মধ্যে ৫ জনকে বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে ৬জন এখনো সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের মধ্যে গুরুত্বর আহত আরো কয়েকজনকে চট্টগ্রাম পাঠানোর কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করেছেন এবং তিনি জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৭জনের একটি টিম ৫টি জীপ গাড়ী নিয়ে ১৯ জানুয়ারী (শুক্রবার) সকালে রুমা উপজেলার বগালেক যায়। পরে তারা ২০ জানুয়ারী (শনিবার) বগালেক থেকে কেওক্রাডং ভ্রমন শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জীপ গাড়ী দুর্ঘটনায় পতিত হয় এবং ঘটনাস্থলে ২ পর্যটক নিহত ও অন্যরা আহত হয়।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আরো জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট