1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

রুমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাইতে পারেনা জাতীয় সংগীত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের শ্রেণি পাঠ কার্যক্রম শুরুর আগে প্রতিদিন জাতীয় সংগীত নিয়মিত পরিবেশন করে থাকে- বিদ্যালয়ে। কিন্তু অনর্গল জাতীয় সংগীত গাইতে পারল না, কোনো শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের এঅবস্থা দেখে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন, বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট শাহ্ মোজাহিদ উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলার রুমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি অসন্তোষের কথা জানিয়েছেন।

তিনি বলেন, কোনো বিদ্যালয়ে শিক্ষার্থী জাতীয় সংগীত গাইতে পারে না, এটা অবাকের বিষয়। দেখতে -শুনতেও ভাল লাগছে না বিষয়টি। একজন শিক্ষার্থীকে জাতীয় সংগীত জানতে হবে, জাতির পিতাকে জানতে হবে। সব শিক্ষার্থী এসব না জানার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক,সহকারী কমিশনার মোহাম্মদ দিদারুল আলম (ভূমি), ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, জন প্রতিনিধিগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীসহ ট্যুরিস্ট গাইড নেতারা উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বেলা ১১ টা দিকে রুমায় পৌঁছেন। রুমা থানা পরিদর্শনের পর রুমা উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল নামে পরিচিত) পরিদর্শনে যান। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে শ্রেণি কক্ষে জাতীয় সংগীত গাইতে বলা হলে শিক্ষার্থীরা কেউ গাইতে পারেনি, জাতীয় সংগীত।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী বলেন, শিক্ষার্থীরা হঠাৎ অতিথি দেখে সবাই লজ্জায় ও সংকোচে ভোগছিল।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি দে ২০২১ সালে ২৫ সেপ্টেম্বর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হবার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন সোমা চক্রবর্তী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ বলেছেন বিদ্যালয়ের একাডেমিক কাজের পাশাপাশি জাতীয় সংগীত আবশ্যিক কাজ। কোনো শিক্ষার্থী জাতীয় সংগীত গাইতে না পারার ব্যর্থতার দায় ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের। যেহেতু বিপিএড শিক্ষক নেই। সুতরাং জাতীয় সংগীত গাইতে যাতে পারদর্শী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে জানিয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট