বান্দরবান জেলার রুমা সড়কে মটরসাইকেল ও পন্য বাহী মিনি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দুইটার দিকে বান্দরবান রুমা সড়কের রোয়াংছড়ি এলাকা মুরংগো বাজার এলাকায় মালবাহী মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন যুবক। তাদের মধ্যে ইয়ং ম্রো (২৩) নিহত হয়, আহত হয় মেনরাও(১৫) ও ম্রো,তলিরাম ম্রো (২০)। নিহত ও আহতদের বাড়ি ১২কিলো এলাকায় দৌলিয়ান পাড়ায়ূ।
এই বিষয়ে রোয়াংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ আহত নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।