রোয়াংছড়ি প্রতিনিধি।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনাইসেপ্রু পাড়া ৫ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুরে ছাই হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১০টা দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হচ্ছেন সোনাইসেপ্রু পাড়া বাসিন্দার শৈপাইখয় মারমা মেয়ে মিসাংপ্রু মারমা, উহ্লা মারমা ছেলে অংশৈথুই মারমা, অংসা মারমা ছেলে শৈথুইঅং মারমা, নিথোয়াই মারমা, শৈপাইখয় মেয়ের ছোমাচিং মারমা। স্থানীয়দের সূত্রে জানা গেছে সোনাইসেপ্রু পাড়া অগ্নিসংযোগের সময় দ্রুত সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসকে অবহিত করলেও কোন লাভ হয়ননি। বরঞ্চ ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ ফায়ার সার্ভিস লোক খবর পেয়ে আসলেও সোনাইসেপ্রু পাড়া যাওয়ার পথে নোয়াপতং খালের উপর থাকা সেতুরটি ভাঙার ও বিপদজনক হওয়ায় পাড়া পার করতে পারেননি। ফলে আগুন নিভানোর কাজে লাগেনি। ব্রীজের গোড়ায় থেকে ফিরতে হয়েছে ফায়ার সার্ভিস লোককেরা। তাই নোয়াপতং খালের উপর নতুন সেতুর নির্মাণের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান সংশ্লিষ্ট এলাকাবাসীরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের কম্বল ও শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের আশ্বাস দেন।