দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে নির্বাচনী প্রচারনা করেছেন। শুক্রবার সকালে উপজেলার নোয়াপতং ইউনিয়নের সড়কের বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও বাঘমারা বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন টানা ৬ বারের নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং।
এসময় নির্বাচনী জনসভায় অন্যান্যদের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তব্যে রাখতে গিয়ে বীর বাহাদুর উশৈসিং বলেন, রোয়াংছড়ির বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ,শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎসহ সব খাতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়িত এসব কাজ বর্তমানে দৃশ্যমান। যার সুফল ভোগ করছে এই এলাকার হাজার হাজার মানুষ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ম বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার আহবান জানান।