উখিয়া প্রতিনিধি |
কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ তিনজন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএনের সদস্যরা। সোমবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ক্যাম্পের সি/৫ ব্লকের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), সি/২ ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/০৪ ব্লকের তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ ১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৯ অক্টোবর) ভোররাত ১টার সময় গোপন সংবাদের ভিওিতে টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে ৩টি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গারা মিয়ানমারের সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য বলেও নিশ্চিত করেন টেকনাফ ১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত