রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ মে) লংগদু সেনা জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি ক্ষতিগ্রস্তদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অগ্নিকাণ্ডের মতো যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য লংগদু জোন কমান্ডার দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত