রাঙামাটির লংগদু থেকে ১০ জন জুয়াড়ি আটক করেছে লংগদু থানা পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাত ১১টায় উপজেলার বৃহত্তর মাইনী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আনোয়ার হোসেন ছোটন (২০), মো. ফোরকান (১৯), মো. তারা মিয়া (২৫), মো. রুস্তম আলী (৫০), মো. ফারুক হোসেন (৩২), আমির হোসেন (৩২), মো. সাইফুল ইসলাম (২৯), মো. রফিকুল ইসলাম (৩০), মো. জামাল উদ্দিন (২৮) ও রফিকুল ইসলাম (৪০)। আসামিরা মাইনীমূখ ও কালাপাকুজ্জ্যা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে একটি দল মাইনীমূখ বাজারের একটি আবাসিক বোর্ডিং-এ অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদি ও নগদ প্রায় পনেরো হাজার টাকা সহ ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আসামিদের বিরুদ্ধে জুয়া মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।