রাঙামাটির লংগদুতে দু’জনকে মানবিক সহযোগিতা দিয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে লংগদু সেনা জোন। বুধবার (১৪ জুন) লংগদু সেনা জোনের উদ্যোগে মাইনীমুখ বাজারে আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বুট বাদাম বিক্রেতা জয়নাল মিয়াকে একটি নতুন ভ্যানগাড়ি এবং লংগদু প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা দীর্ঘদিন অসুস্থ থাকায় অক্সিজেন ব্যবহারের জন্য তাকে একটি অক্সিজেন কনসানটেটর মেশিন প্রদান করা হয়।
জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভ্যানগাড়ি ও অক্সিজেন কনসানটেটর মেশিন উপকার ভোগীদের প্রদান করেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি। এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
এসময় লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের পিএসসি, জোনের আরএমও ক্যাপ্টেন জুবায়ের, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিঞা খান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা হিসেবে সাংবাদিক ওমর ফারুক মুছা একটি অক্সিজেন মেশিন ও আগুনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী মো. জয়নাল একটি নতুন ভ্যানগাড়ি পেয়ে জোন কমান্ডার এবং জোনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত