
লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় লামামুখ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভা এলাকার লামামুখ বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে লামামুখ সূর্য তরুণ একাদশকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বমুছিলছড়ি ইউনিয়নের মাঝপাড়া সিনিয়র একাদশ। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বেলাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি, লামা-আলীকদম-চকোরিয়া জীপ মালিক সমিতির সহ-সভাপতি সুলতান আকবর মোমিন, যুবদল নেতা বিধান দাশ, মো. শফিকুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।