নিজস্ব প্রতিবেদক |
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলছে। গতকাল রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও দাবি পুরণের দাবিতে এ কর্মবিরতি হয়।
এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে উপজেলার এমপিওভুক্ত ১৬টি মাধ্যমিক স্কুল ও ৪টি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা সোমবার থেকে এ কর্মবিরতি শুরু করেন। এ সময় পাঠদান থেকে বিরত থেকে অফিস কক্ষে অবস্থান করার পাশাপাশি শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করেন শিক্ষক-কর্মচারীরা।
কর্মবিরতি পালনের সত্যতা নিশ্চিত করে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ বলেন, একযোগে উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসা একযোগে কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে। একই কথা জানান, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর ও হায়দারনাশী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হোসাইন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত