লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাল প্রদান করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং এসব প্রদান উদ্ভোধন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, কাউন্সিলর মো. সাইফুদ্দিন ও মোহাম্মদ রফিক, পৌরসভার কর নির্ধারক নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। দেওয়া হয় প্রতিজন ক্ষতিগ্রস্তকে এমপি বীর বাহাদুর উশৈসিং এর পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা, প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ১ বান টিন, ত্রাণ ও পৌরসভার পক্ষ থেকে নগদ দুই হাজার টাকাসহ ২০ কেজি চাল। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘটিত অগ্নিকান্ডে দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।