লামা প্রতিনিধি |
তীব্র কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে বান্দরবান জেলার লামা উপজেলায় সংঘটিত এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র দিয়েছেন পাহাড়ি সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)’। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-চির সত্য এ প্রবাদকে ধারণ করে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়- চাল, ডাল, তেল, গোল আলু ও শীতবস্ত্র কম্বল। শুক্রবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া ত্রিপুরা পল্লীতে গত ২৫ ডিসেম্বর রাতে সংঘটিত অগ্নিকান্ডের ক্ষতস্থান পরিদর্শন শেষে সংগঠনের লামা উপজেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ তুলে দেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার সভাপতি উবামং মারমা এ ত্রাণ প্রদান উদ্ভোধন করেন। এ সময় সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি মেনরুং ম্রো ও সাংগঠনিক সম্পাদক বিকাশ চাকমা, জেলা সমন্বয়ক অতল চাকমা, উপজেলা কমিটির সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ইলিসাই ত্রিপুরা ও টংগঝিরি পাড়া কারবারী দুনিজং ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ সমগ্রী পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত গুংগা মনি ত্রিপুরা, সিয়ান্দ্র ত্রিপুরা, চন্দ্র মনি ত্রিপুরা, বিদ্যাচন্দ্র ত্রিপুরা, অজারাম ত্রিপুরা, রুমানিক ত্রিপুরাসহ অনেকে, তারা বলেন, ইউপিএফ’র এ ত্রাণ সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। এ ত্রাণ প্রদানে আমরা অনেকটা উপকৃত হয়েছি।
ত্রাণ প্রদানের সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) লামা উপজেলা সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা বলেন, অগ্নিকান্ডে যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তায় দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণ সামগ্রী প্রদানের উদ্যোগ। এদিকে পাহাড়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সব সময় গরীব-দুস্থদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানান সংগঠনের জেলা শাখার সভাপতি উবামং মারমা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত